আমাদের প্রিয় গাজীখালী নদীকে বাঁচাতে এই নতুন গানটাই আগামী ২৬’শে মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রথম বারের মতো গাইবে আমারই প্রিয় ছোট ভাই, উদীয়মান সংগীত শিল্পী, কবি, গীতিকার, আরও কত গুণের অধিকারী,খুবই মিষ্টি মুখের শিশির। সে টেলিভিশন ও রেডিওতে গান গাই। কিন্ত সেই দিন সে গাইবে যে প্রিয় গাজীখালী নদী বয়ে চলেছিল ঠিক আমাদের নিজেদের বাড়ির নিজের ঘরের একদম পাশ গেশেই, সেই প্রিয় গাজীখালী নদীকে বাঁচাতে। আমাদের কত গল্পই না মিশে আছে এই প্রিয় গাজী খালীর নদীর বাকে বাকে। কখনো আবার ঢেউয়ের সাথে। আমি এটাকে বাঁচাতে চাই। আমার জীবন দিতেও রাজি। তাই বন্ধুরা, মারা গেলে বুঝে নিবেন, আমার এলাকার কিছু নদী খেকোদের সাথে আমি সাময়িক ভাব জমিয়েছি অন্য সব নদী খেকোদের ধরতে, কালো হাত ভেঙ্গে দিতে। কসম আল্লাহ্র! এটা সাময়িক আমার এলাকাগত কিছু রাজনীতিক কারনে। আসলে আর কিছু না। আর আরোপিত কর? সেটাতো নদী খেকোদেরই দাঁত চিরতরে ভেঙ্গে দেয়ার কাজেই প্রথম খরচ করা হবে, কথা দিলাম। ইনশাল্লাহ,দেখা হবে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে আমাদের গেঁয়ো আয়োজনে। সে দিন সবার সব প্রশ্নেরই উত্তর আমি দিবো। ‘প্রিয় কমরেড’,সবাইকে নিমন্ত্রণ।।।
গানের নাম-আমাদের প্রিয় গাজীখালী নদীকে বাঁচাতে
১১-০৩-২০১২
(মাতার রূপে নদী খানি
নদীটির নাম গাজী খালি
ধ্বংসের কালো হাতে ছেয়ে গেছে দেখো
অন্য নদীর মতোই।
মাতার রূপে নদী খানি
নদীটির নাম গাজীখালী
যে নদীর বুকে চলে উজান-ভাটি
সেই নদীই আজ করে কান্না-কাটি
এখনই সময় আসুন আপন নদী বাঁচাই
নদী বাঁচলেই বাঁচবে দেশ
বাঁচবো সবাই।
মাতার রূপে নদী খানি
নদীটির নাম গাজীখালী )
সবাইকে সংগ্রামী লাল সালাম।
Sunday, March 11, 2012
Subscribe to:
Posts (Atom)