Friday, March 22, 2013

অধ্যাপক হারুন-অর-রশিদের খুনিদের মারতে আমিও হয়ে যায় পার্টটাইম দালাল!!!!


আমাকে ফেসবুকে পেতে হলে নীচে ক্লিক করুন
..........................................................................................গতকাল ২১ মার্চ ছিল আমার ভাই সিলেট সরকারী মহিলা কলেজের অধ্যাপক হারুন-অর-রশিদের তৃতীয় শাহাদাত বার্ষিকীঅনেকেই ভুলে গেছেনকিন্তু আমি ভুলিনিসেই ২০১০ সালের ২১ শে মার্চ সিলেট শহরে দিনে দুপুরে তাঁকে হত্যা করা হয়েছিলতাঁর অপরাধ ছিল পিতা হিসাবে তিনি অন্যায়ের প্রতিবাদ করেছিলেনপারিবারিকভাবে আমরা তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছিআজ কোন রাখঢাক না রেখেই বলছিমাঝে মাঝে না আমারও মনে হয়, প্রিয় হারুন ভাইয়ের হত্যার খুনিদের মারতে আমিও হয়ে যায় পার্টটাইম দালালদরকার হলে হয়ে যায় ১৯৭১ সালের পরাজিত পাকিস্তানিদের দালাল,দরকার হলে হয়ে যাই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমার পাশে এসে দাঁড়ানো মহান ভারত,কিন্তু পরে আগ্রাসী শক্তিশালী প্রতিবেশী সেই ভারতের দালালএমনকি বিবেককে বন্ধক রেখেও আমার মন চাই সেই অতিপরাক্রমশালী নব্য সাম্রাজ্যবাদী চীন কিংবা সেই আগের ইউরোপ-আমেরিকার দালাল হতেকিন্তু রাতভর চিন্তা করেও আমি কেন যেন একদমই পারি নাতাহলে আমি কি আসলেই খুব খারাপ খেলোয়াড়,নাকি আমি আসলে খেলতেই জানি না???????????????????????????????????????????????????????????????????????????? 

Thursday, March 21, 2013

সিলেট সরকারী মহিলা কলেজের অধ্যাপক হারুন-অর-রশিদকে সিলেট শহরে গত ২১ মার্চ,২০১০ সালে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল,তাইপৃথিবীর সব অভিশাপ সেই বর্বর খুনিদের এবং খুনিদের অর্থলোভী আশ্রয়দাতাদেরকে

সিলেট সরকারী মহিলা কলেজের অধ্যাপক হারুন-অর-রশিদকে সিলেট শহরে গত ২১ মার্চ,২০১০ সালে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বর্বর খুনিদের বাঁচাতে তাঁর নিষ্পাপ,নিষ্কলঙ্ক চরিত্রের উপর মিথ্যে কলঙ্ক আরোপ করে তাঁকে,তাঁর নিরীহ পরিবারকে এবং শিক্ষক সমাজকে প্রতিদিন, প্রতিক্ষণ হত্যা করা হচ্ছে। আমরা এই অপচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি। পৃথিবীর সব অভিশাপ সেই বর্বর খুনিদের এবং খুনিদের অর্থলোভী আশ্রয়দাতাদেরকে। আমরা এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত দাবি করছি। 
( মহামান্য প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান এবং সিলেট সরকারী মহিলা কলেজের শহীদ অধ্যাপক হারুন-অর-রশিদের বিদেহী আত্মার শান্তির জন্য এই লেখা উৎসর্গ করছি।