Thursday, April 19, 2012

দূর থেকে দেখা ভালো পুলিশের একটা ভালো নায়ককে একজন সাংবাদিকের চিঠি না, চিঠিটা একজন ভাল সাংঘাতিকের লেখা চিঠি। তাকে লিখেও কেন যেন আবার ফিরেয়ে নিলো সেই এক সৌখিন শিক্ষানবিশ সাংবাদিক। এক হাবিবুল্লাহ মিজানের গল্প এখানেই শুরু!

অগ্রিম দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী আমার কিছুটা অপ্রাসঙ্গিক শব্দমালায় যদি কেউ বিন্দু মাত্র আঘাতও পেয়ে থাকেনআসলে আমার ভাই শহীদ প্রফেসর হারুন কিছু বর্বর সিলেটীদের হাতে একবার না,দু, দু'বার করে খুন হওয়ার পর আসলে আমার অসহায় পরিবার সিলেট বা সিলেটী নামটা শুনলেই তাদের ইচ্ছে হয় আজই এবং এখনই ...............তখন সিলেটী অনেক অনেক ভালো মরমী গানও আমাদের কাছে একদম ভোতা হয়ে যায়তবে আপনার কথায় (নাকি কবিতায়, জানি না ) অন্যভাবে আমার হারানো সেই কাজল -কালো লতা,লতা,লতার কথা একটু বেশিই মনে পড়ে গেলযাক,আমার নিজের জীবনের কিছু ভুলের কথা,কিছু পাপের কথা আপনাকে জানাবোই,ইনশাল্লাহ,যদি আপনার সাথে কোনদিন দেখা হয়,তবে সাংঘাতিক (আমি ইদানিং নিজেকে আর সাংবাদিক দাবি করি না) হিসাবে না আপনি ভালো পুলিশ প্রধান, আর আমি খারাপ পাপী হিসাবেতখন হয়তো বঝবেন কিভাবে একটি ভালো জীবন,কেন একটি ভালো স্বপ্ন নষ্টও হয়ে যায় তিলে, তিলেআমি প্রতিদিন প্রতিক্ষণ দোয়া করি,আপনি আগামী দিনের খুব ভালো পুলিশের নায়ক হোনআপনি আমার চেয়েও অনেক অনেক ভালো করে জানেন যে,খারাপ পুলিশের প্রধান হওয়া যায়, কিছুটা সহজেইকিন্তু ভালো পুলিশের নায়ক অনেক কঠিন বটেই। আমিও জানি ভালো সাংবাদিকের নায়ক কেউ কাউকে বানাতে পারে নাএগুলো নিজে নিজে কঠিন সংগ্রাম করেই হতে হয়তখন আমার মত আর কাউকেই ভাই হত্যার বিচার পেতে এত এত খারাপ ক্ষমতার রাজনীতি করা লাগবে নাআমি পাপী সেদিন নিজেই নিজের হাতে কড়া বেধে আদালতে না, কোন ভালো পুলিশ প্রধানের কাছেই যাবভাবুন তো,সেই নতুন শান্তির দিনে  কথা, আমি আপনার কাছে গিয়েই আত্মসমর্পণ করছিআমি আমারই ক্রস-ফায়ার চাইছিসেই দিন আমি নিজে নিজেরই ক্রস-ফায়ার নিজেই দাবি করবো, আসলেইকারন আমিও তো কিছু পাপ করেছি, তাই না? হোক না সেটা আমার হারানো লতাকে ভুলতেকেউ জানুক বা নাই জানুক, মিজানের বিবেক তো জানেই আমি মিজানও অনেক পাপী নিজেকে মহৎ হিসাবে জাহির করার জন্য না, একদমই না,আমি আন্তরিকভাবেই একদিন আসবো, আপনার কাছে,আপনার পবিত্র পায়ে একবার হাত দিতে কারন আপনি একদিন আমাকে দূর থেকেই আমার একটা ভালো,সুন্দর এবং পবিত্র সংগ্রামে অনেক অনেক অবদান রেখেছেনআর দেশে কি আলামত দেখছি? তাতে তো ভয় হচ্ছে! ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সতর্কভাবে থাকবেনআর পারলে এই পাপীটার জন্য একটু আশীর্বাদ করবেনআমি মনে হয় সাংবাদিকতা ছেড়ে কিছুদিনের জন্য আমার পড়ালেখার টেবিলে ফিরে যাচ্ছিকারন চাঁদাবাজি করতে মিজানের সাংবাদিকের কার্ড লাগে নামিজান সাংবাদিকতার আসলে ভালো পেশাকে জনগনের কাছে সবচেয়ে খারাপ পেশা বানাতে চায় না,আসলেই না, কোনভাবেই না

Wednesday, April 18, 2012

ইনশাল্লাহ । আর তাই আমি আমার কর্মীদের আমি অভয় দিয়ে একটা কথা প্রায়ই বলে থাকি, সেটা হল আমি নির্বাচনে চূড়ান্তভাবে লড়তে যাওয়ার আগেই আমাকে হয়তো কমপক্ষে চার-পাঁচটি হত্যা মামলার আসামি হতে হবে।

আমি গত কয়েক মাস ধরেই আমার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে। কিন্তু আমার জীবনের প্রতি আমার নিজের এক ধরনের নির্মম অভিমানের কারনেই আমি আমার শরীরের একটু যত্ন ইচ্ছা করেই নেয় নি। অফিসে শারীরিক কারন দেখিয়ে আমি গত প্রায় দুই মাস ধরে সাংবাদিকতা থেকেও স্বেচ্ছানির্বাসনে রয়েছি। এত কিছুর পরেও আমার অনেকগুলো খুবই খারাপ স্বভাব এখনো আছে, তার একটা হল আমি গায়ে পড়ে অনেক বড় বড় প্রতিপক্ষ বানিয়ে ফেলি। তাঁরা অনেক অনেক ক্ষমতাশালী। কেউ কেউ নাকি আমাকে মেরেও ফেলতে চাইছে। তাঁদের কথা মনে পড়লে আমার আসলেই খুবই হাসি পায়, আবার তাঁদের জন্য মায়াও লাগে। আরে বেটা কাপুরুষরা,তোরা কি আমার মহান আল্লাহ্‌র চেয়েও বেশি শক্তিশালী? যদি না হয়,তাহলে আমি তোদেরকে ভয়ের কোন কারনই নেই। আর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবি? আরে বেটা রাম ছাগল,যদি আমার পরিবার আমার ভাই শহীদ প্রফেসর হারুন হত্যার বিচার না পায়,তাহলে আমি নিশ্চিতভাবেই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে একজন গরীব প্রার্থী হিসাবে শেষ পর্যন্ত লড়ে যাবই, যাব, ইনশাল্লাহ । আর তাই আমি আমার কর্মীদের আমি অভয় দিয়ে একটা কথা প্রায়ই বলে থাকি, সেটা হল আমি নির্বাচনে চূড়ান্তভাবে লড়তে যাওয়ার আগেই আমাকে হয়তো কমপক্ষে চার-পাঁচটি হত্যা মামলার আসামি হতে হবে। আরে মিয়া সাহেব,ক্ষমতার পচা রাজনীতি যদি মিজানকে করতেই হয়,তাহলে কিন্তু আমি কাউকেই এক পয়সার করও দিতে যাব না। অন্যরা (সব অসৎ লোকরা) আমাকেই যিযিয়া কর দিবে,ইনশাল্লাহ। তবে আমি আবারো বলছি, আন্তরিকভাবেই বলছি,আমি রাজনীতির সেই বাকা পথে আর হাটতে চাই না,একদমই না। আমি চাই আমার চারপাশের সব নিপীড়ন-নির্যাতন বন্ধ হয়ে যাক। আমিও সাংবাদিকতা পেশায় থেকেই যতটুক পারি নিপীড়িত মানুষের পাশে থাকতে চাই। দেখা যাক, সময় কি বলে,আমার কাছে কোনটা বেশি শক্তিশালী হয়,অসি না মসি। আজকে আমার এ লেখাটা তাঁদের জন্য লেখা, যারা আমার বন্ধুবেশে আছে ঠিকই কিন্তু তাঁরা আসলে আমার ভয়ংকরতম শক্রু। সবাই বলেন যে,শক্রুদের নাকি বেশি খাটো করে দেখতে নেই। তবে ঐ কাপুরুষদেরকে আমি খুব বড় করে দেখতেও শিখেনি। তাই নিরাপদ জীবন চাইনি, বুঝে শুনেই জীবনকে আমি দিন দিন অনিরাপদ অতীতেও করেছি, এখনো করছি এবং আগামী দিনগুলোতেও করব। ঝুকি নেয়া আসলেই আমার খুব খুব পছন্দ। তাই আমি আজও স্বপ্ন দেখি একটি শান্তিপূর্ণ সাহসী বিপ্লবের এবং সেটা আমার দেহের রক্তের বিনিময়ে হলেও। আমি আগেই বলেছি,আমি নাস্তিক না,আমি বিশ্বাসে আস্তিকই। তাই শক্তি ও সাহস ভিক্ষা চাইছি একমাত্র আমার মহান আল্লাহ্‌র,একমাত্র মহান আল্লাহ্‌র, আবারো বলছি একমাত্র মহান আল্লাহ্‌র কাছেই।

হাবিবুল্লাহ মিজান
রাজনীতিক ও গন-মাধ্যম কর্মী
১৮-০৪-২০১২, ঢাকা, বাংলাদেশ।
এক বেয়াদব ইঞ্জিনিয়ার বেটাকে দিলাম এক কড়া ধমক

Wednesday, April 11, 2012

আমি হাবিবুল্লাহ মিজান, বাংলাদেশ থেকে বলছি,হাবিবুল্লাহ মিজান লড়াই করে, দালালী করে না

Thank you very much. সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানটা ‘মোটামুটি’ (সম্পূর্ণ না) সুন্দর ভাবে শেষ করার জন্য। কারন এর আগে এখানে অনেক অনুষ্ঠান হয়েছে, কোন অনুষ্ঠানেই কোন সমস্যা হয়নি। আর এই জন্য আজকে মোটামুটি শান্তিপূর্ণ বললাম। Ok,fine. আরো বিশ মিনিট নাচ চলবে, নাচবে প্রিন্সেস লাকি, প্রিন্সেস রানী এবং প্রিন্সেস সাথী। বন্ধুরা, নাচ শুরুর আগে আমি কেন এখানে আপনাদের নিয়ে এসেছি সে বিষয়ে ঠিক দু'টা কথা বলব। ফাইভ মিনিট, ফাইভ মিনিট, ফাইভ মিনিট,ঠিক পাঁচ মিনিট। প্রথমেই শুনতে হবে আমি কি বলি। আমি খারাপ বললেও বলতে হবে যে- ভাই আপনি খারাপ বলেছেন। আর ভালো বললেও হাততালি দেওয়ার দরকার নেই। মাথাই রাখবেন, কানে শুনবেন,OK? এই গ্রামের নাম বাছট, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার খুবই দরিদ্র একটা গ্রাম। আমার নাম হাবিবুল্লাহ মিজান। এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়য়ে একটু একটু পড়ি। একসময় ছাত্র রাজনীতি করতাম। এখন একটু একটু সাংবাদিকতা করি। আমার একটা ভাই,পাশাপাশি ঘর, তাঁর নাম শহীদ অধ্যাপক হারুন- অর- রশিদ। আপনারা এ মঞ্চের পাশে দাড়িয়ে অনেক হাশি-উল্লাস করছেন, অনেক কিছুই করছেন। আমার ঘনিষ্ঠ লোকজন আমাকে জিজ্ঞাস করেছে, আমার মনটা আজ খারাপ কি না। হ্যাঁ, আমার মনটা কিছুটা হলেও খারাপ। ঠিক এই মঞ্চেইর পাশেই যে যায়গাটা সেখানে আমার ভাইকে শেষবারের মত জানাজা পড়ানো হয়েছিল । সেদিন আমি সেখানে কিছু কথাও বলেছিলাম। আমি বলেছিলাম, আমি খুবই দুর্বল একজন মানুষ। আমার কোন ক্ষমতা নেই, কোন সামর্থ্য নেই, কারো সাথেই কোন পরিচয়ও নেই। লিকলিকে একটা শরীর। যারা সাংবাদিকতা করেন, তারা আমাকে মোটামুটি এই বলে চেনেন যে, আমি নাকি খুব গাউরা সাংবাদিক। সাংবাদিকতার সুবাদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের দুঃখী কন্যা, আমি আওয়ামী লীগ করিনা, আমি বিএনপিও করিনা। But I respect Bangabandhu Sheikh Mujibur Rahman, Father of the Nation. তাঁর মেয়ের বাসায় সাংবাদিক হিসাবে দু'একদিন যাই। সেখানে সবাই দালালী করেন, অনেকে লক্ষ লক্ষ টাকার মালিক। আমি ছেরা স্যান্ডেল পড়ি, ধার-দেনা করে চলি। প্রধানমন্ত্রীর বাসায় যারা যাঙ,তাঁরা অনেকে লক্ষ লক্ষ টাকার মালিক। আমি কিন্তু খুবই গরীব। আমার কোন সামর্থ্য নেই। এই যে আজকের অনুষ্ঠান সেটা আমার কিছু বড় ভাই, বন্ধুবান্দব আমাকে সাহায্য করেছেন বলে সম্ভব হয়েছে। তাঁরা আমাকে দোয়া করেছেন বলে আমি এটা করতে পেরেছি। কোন problem নাই। যে কারনে আজকে আপনাদের এখানে ডাকা। আমার একজন ভাই, প্রফেসর হারুন- অর- রশিদ, যাকে ২০১০ সালের ২১ শে মার্চ বর্বর সিলেটের কিছু বর্বর, পাষাণ জানোয়াররা নির্মমভাবে হত্যা করেছে প্রকাশ্য দিবালোকে। আমি সিলেটবাসীকে আপনাদের মাধ্যমে স্পষ্টকরে বলে দিতে চাই, সিলেটের মানুষকে আমি সম্মান করি, respect করি। But I want take a revenge against the BLOODY KILLERS who had killed my brother. এই ক্ষেত্রে আমি আইনের প্রতি বিশ্বাস করি। আমি চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের হতভাগী কন্যা তাঁর সরকারের এই দুই বছরের মধ্যে এই হত্যার বিচার করবে। তিনি জানেন পিতাহারা, মাতাহারা মানুষের কি দুঃখ, কি বেদনা। আমি,আপনি কি জানি?
আমি বিশ্বাস করি, এই সরকার আগামী দু'বছরের মধ্যে শহীদ প্রফেসর হারুন হত্যার বিচার হবে, হবে,হবে। আর যদি বিচার না হয়,তাহলে যে মঞ্চে দাড়িয়ে আমি আমার ভাইকে শেষ জানাজা দিয়েছিলাম আজ সেইখানে দাড়িয়ে বলছি, থাকতে পারে এখানে পুলিশের লোক, গোয়েন্দা সংস্থার লোক, ডিজিএফআইয়ের লোক। But I don’t care, my name is Mizan. আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আগামি দুই বছরের মধ্যে যদি শহীদ প্রফেসর হারুন হত্যার বিচার না হয়, তাহলে আমি এই বাছট গ্রাম থেকে যে প্রতিশোধের আগুন ছুড়িয়ে দিবো তাতে সিলেটের ঐ খুনিদেরকে। সে যেই হোক। আপনারা আমার পাশে থাকবেন?
শেষ যে কথাটা, যে কারনে, বিশেষ করে আপনারা,মঞ্চের পিছনের দিকে ব্যানারে লেখা রয়েছে- বাঁচাও নদী, বাঁচাও দেশ, বাঁচাও সারা বাংলাদেশ। আপনাদের পাশে এসময় কুলকুলকরে বয়ে গেছে গাজীখালী নদী। বিভিন্ন কারনে সে নদীটি মরে গেছে। নদীটি আজ আর নদী নেই। বছরে মাত্র এক মাস সেখানে পানি থাকে। বাকি সারা বছর পানি থাকেই না। অথচ আপনাদের বাপ-দাদাকে জিজ্ঞাস করেন, সেখানে একসময় পাল তোলা নৌকা যেত, লঞ্চ, ষ্টীমার চলত। অনেক কিছুই চলত, সেটা আমিও দেখেছি। আপনারা সবাই থাকলে আমরা আবার সেই নদীটিকে বাঁচাতে পারব। জানি, হয়তো আগের মত সেই নদীকে ফিরে পাব না। কিন্তু বছরে অন্তত নয় মাস, আট মাস, সাত মাস যাতে পানি থাকে সেটা করা যাবে। আমি চাই আপনারা আমার ভাই হত্যার বিচারে আমার পাশো থাকবেন এবং আপনাকে বাঁচাতে, আপনার বন্ধুদেরকে বাঁচাতে এই নদীটিকে বাঁচাতে হবে। আমি চাই, আপনার ভবিষ্যৎ বংশধরদের বাঁচাতে এই নদী বাঁচাও আন্দোলনের পাশে থাকবেন। আমার সাথে অনেকের সাথে যারা এই নদীটিকে ধ্বংসের পিছনে কিছুটা হলেও দায়ী তাঁদের অনেকের সাথে আমার ব্যাক্তিগত ভালো সম্পর্ক থাকতে পারে। হতে পারে কেউ কেউ আমার আত্মীয়। তবে আমি আমার বিবেককে সাক্ষী রেখে বলতে চাই- আমি নদীটিকে বাঁচাতে চাই। I don’t want to make any compromise with you. আমি বারবার বলছি, আমি আমার ভাই শহীদ প্রফেসর হারুন হত্যার বিচার চাই, যে করেই হোক। আমি নদীটিকে বাঁচাতে চাই। পরিশেষে,আমি আমার ভাই শহীদ প্রফেসর হারুন-অর-রশিদের বিদেহী আত্মার প্রতি আমার সর্বোচ সম্মান এবং তাঁর এতিম ছেলে আরহাম, এতিম মেয়ে লুব্ধক এবং তাঁর বিধব স্ত্রী আফরোজা ভাবী, তাঁদের নিরাপদ, সুন্দর এবং disturb-less জীবন কামনা করি। আমি সবাইকে সাক্ষী রেখে বলছি- I want to dedidate my life for you. আমার বক্তব্যের পরেই রাত বারোটা পর্যন্ত নাচ চলবে,নাচবে আরো বিশ মিনিট। নাচ চলবে। নাচবে প্রিন্সেস লাকি, প্রিন্সেস রানী এবং প্রিন্সেস সাথী, যাকে আমি খুব পছন্দ করি। আমি বলে দিয়েছিলাম She must come. প্রিন্সেস সাথী এসেছে। এরপর গান গাইবে শিশির,সে রেডিও-টেলিভিশনে গান গায়। সে আমার নদী বাঁচাও আন্দোলনের সাথে প্রথম থেকেই আমার সাথে আছে। সে এই গাজীখালী নদীকে বাঁচাতে একটি গান লিখেছে।এই গানটি সে তাঁর নিজের টাকাইয় কম্পোজ করবে প্রায় এক লক্ষ টাকা খরচ করে। সে যে আজ এখানে এসেছে গান গাইতে এর জন্য তাঁকে কোন টাকা দিতে হবে না। বরং সেই আমাকে অনেক সাহায্য করেছে। তাছাড়া আমাকে আরও অনেকে সাহায্য করেছে, বিশেষ করে চঞ্চল ভাই, দূর থেকে, চঞ্চল ভাই আপনাকে লাল সালাম। আমি আমার কথার দ্বারা কিংবা আমার কোন আচরণের কারনে যদি কেউ কোন কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমা প্রার্থী, I beg your pardon. OK, আপনারা অনুষ্ঠান উপভোগ করুন। তাহলে আজ রাতে এখানেই আপনাদের কাছ থেকে বিদায়। Thank you very much. আবার দেখা হবে কোন এক দিন। OK, good luck.