Wednesday, April 18, 2012

ইনশাল্লাহ । আর তাই আমি আমার কর্মীদের আমি অভয় দিয়ে একটা কথা প্রায়ই বলে থাকি, সেটা হল আমি নির্বাচনে চূড়ান্তভাবে লড়তে যাওয়ার আগেই আমাকে হয়তো কমপক্ষে চার-পাঁচটি হত্যা মামলার আসামি হতে হবে।

আমি গত কয়েক মাস ধরেই আমার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে। কিন্তু আমার জীবনের প্রতি আমার নিজের এক ধরনের নির্মম অভিমানের কারনেই আমি আমার শরীরের একটু যত্ন ইচ্ছা করেই নেয় নি। অফিসে শারীরিক কারন দেখিয়ে আমি গত প্রায় দুই মাস ধরে সাংবাদিকতা থেকেও স্বেচ্ছানির্বাসনে রয়েছি। এত কিছুর পরেও আমার অনেকগুলো খুবই খারাপ স্বভাব এখনো আছে, তার একটা হল আমি গায়ে পড়ে অনেক বড় বড় প্রতিপক্ষ বানিয়ে ফেলি। তাঁরা অনেক অনেক ক্ষমতাশালী। কেউ কেউ নাকি আমাকে মেরেও ফেলতে চাইছে। তাঁদের কথা মনে পড়লে আমার আসলেই খুবই হাসি পায়, আবার তাঁদের জন্য মায়াও লাগে। আরে বেটা কাপুরুষরা,তোরা কি আমার মহান আল্লাহ্‌র চেয়েও বেশি শক্তিশালী? যদি না হয়,তাহলে আমি তোদেরকে ভয়ের কোন কারনই নেই। আর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবি? আরে বেটা রাম ছাগল,যদি আমার পরিবার আমার ভাই শহীদ প্রফেসর হারুন হত্যার বিচার না পায়,তাহলে আমি নিশ্চিতভাবেই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে একজন গরীব প্রার্থী হিসাবে শেষ পর্যন্ত লড়ে যাবই, যাব, ইনশাল্লাহ । আর তাই আমি আমার কর্মীদের আমি অভয় দিয়ে একটা কথা প্রায়ই বলে থাকি, সেটা হল আমি নির্বাচনে চূড়ান্তভাবে লড়তে যাওয়ার আগেই আমাকে হয়তো কমপক্ষে চার-পাঁচটি হত্যা মামলার আসামি হতে হবে। আরে মিয়া সাহেব,ক্ষমতার পচা রাজনীতি যদি মিজানকে করতেই হয়,তাহলে কিন্তু আমি কাউকেই এক পয়সার করও দিতে যাব না। অন্যরা (সব অসৎ লোকরা) আমাকেই যিযিয়া কর দিবে,ইনশাল্লাহ। তবে আমি আবারো বলছি, আন্তরিকভাবেই বলছি,আমি রাজনীতির সেই বাকা পথে আর হাটতে চাই না,একদমই না। আমি চাই আমার চারপাশের সব নিপীড়ন-নির্যাতন বন্ধ হয়ে যাক। আমিও সাংবাদিকতা পেশায় থেকেই যতটুক পারি নিপীড়িত মানুষের পাশে থাকতে চাই। দেখা যাক, সময় কি বলে,আমার কাছে কোনটা বেশি শক্তিশালী হয়,অসি না মসি। আজকে আমার এ লেখাটা তাঁদের জন্য লেখা, যারা আমার বন্ধুবেশে আছে ঠিকই কিন্তু তাঁরা আসলে আমার ভয়ংকরতম শক্রু। সবাই বলেন যে,শক্রুদের নাকি বেশি খাটো করে দেখতে নেই। তবে ঐ কাপুরুষদেরকে আমি খুব বড় করে দেখতেও শিখেনি। তাই নিরাপদ জীবন চাইনি, বুঝে শুনেই জীবনকে আমি দিন দিন অনিরাপদ অতীতেও করেছি, এখনো করছি এবং আগামী দিনগুলোতেও করব। ঝুকি নেয়া আসলেই আমার খুব খুব পছন্দ। তাই আমি আজও স্বপ্ন দেখি একটি শান্তিপূর্ণ সাহসী বিপ্লবের এবং সেটা আমার দেহের রক্তের বিনিময়ে হলেও। আমি আগেই বলেছি,আমি নাস্তিক না,আমি বিশ্বাসে আস্তিকই। তাই শক্তি ও সাহস ভিক্ষা চাইছি একমাত্র আমার মহান আল্লাহ্‌র,একমাত্র মহান আল্লাহ্‌র, আবারো বলছি একমাত্র মহান আল্লাহ্‌র কাছেই।

হাবিবুল্লাহ মিজান
রাজনীতিক ও গন-মাধ্যম কর্মী
১৮-০৪-২০১২, ঢাকা, বাংলাদেশ।
এক বেয়াদব ইঞ্জিনিয়ার বেটাকে দিলাম এক কড়া ধমক

No comments: