Saturday, July 28, 2012

এক সময়ের প্রিয় বিবিসি বাংলা না বুঝলে,আসুন,আমরা বাংলা মায়ের দামাল ছেলে-মেয়েরা বিবিসিকে আবার বুঝিয়ে দেয় এটা সাদা চামড়ার ব্রিটিশ সাম্রাজ্য না। এটা হৃদয়ে লেখা লাল-সবুজের বাংলাদেশ,প্রিয় জন্মভূমি............।

‎{বাংলাদেশের সদ্য প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন সোশ্যাল মিডিয়ায় নাকি তীব্রভাবে সমালোচিত হচ্ছেন লাশ দাফন বিতর্কে তাঁর কথিত ভূমিকার জন্য,(সূত্রঃ বিবিসি বাংলা,সর্বশেষ আপডেট বুধবার, 25 জুলাই,2012 16:00 GMT 22:00 বাংলাদেশ সময়)}আর তাতেই সাম্রাজ্যবাদীদের টাকাই চলা বিবিসি বাংলা চরম একতরফা এক প্রতিবেদন প্রচার করে পবিত্র পা ধরে ছালাম করার মতো আমাদের অনেক ভালো মা-বোনদের মধ্যেও (সদ্য প্রয়াত মেধাবী লেখক হুমায়ূন আহমেদের মেয়ে শিলার বান্ধবী থেকে হঠাৎ করেই তাঁরই বাবার দুই নাম্বার(!!!!) স্ত্রী বনে যাওয়া মেহের আফরোজ শাওনদের মতো না) ফালতো পুরুষ বিদ্বেষ উসকে দিচ্ছে বলে মনে হয়। তাই সাদা চামড়ার বিবিসি বাংলাকে বলছি- দেখেন মিস্টার,এটা কিন্তু মীরজাফরদের সেই ১৭৫৭ সাল না। পলাশীর সাময়িক পরাজয়ের পরে আমাদের স্বাধীনতার দেওয়ার নামে আপনারা চুতুর ব্রিটিশররা ভেঙ্গে চুরমার করে দিয়েছেন আমাদের বাপ-দাদার সেই এক বিশাল বড় মহাদেশ ভারতকে। কি করলেন আপনার? মুসলমানদের পাকিস্তান,হিন্দুদের ভারত,তাই না, মিস্টার? তারপররেও এই বাংলা মায়ের বীর ছেলে-মেয়েদের রক্তে লেখা হয়েছে অগ্নিজরা আমাদের সেই পবিত্র ১৯৫২,১৯৬২,১৯৬৯ এবং মহান ১৯৭১।তাঁরা ছিনিয়ে এনেছেন বিজয়ের ১৯৯০। বাংলার মানুষ এখন অনেক সচেতন। কমপক্ষে বাংলার মানুষ এখন বিবিসির চেয়ে অনেক চালাক হয়েছেন। আর এটা আমার এক সময়ের প্রিয় বিবিসি বাংলা না বুঝলে,আসুন,আমরা বাংলা মায়ের দামাল ছেলে-মেয়েরা বিবিসিকে আবার বুঝিয়ে দেয় এটা সাদা চামড়ার ব্রিটিশ সাম্রাজ্য না। এটা হৃদয়ে লেখা লাল-সবুজের বাংলাদেশ,প্রিয় জন্মভূমি............। সব দালালেরা নিপাত যাক। মেহনতি মানুষের পক্ষে সব কমরেডের হাবিবুল্লা মিজানের লাল সালাম। শহীদ অধ্যাপক হারুন,শহীদ সাংবাদিক সাগর এবং শহীদ সাংবাদিক রুনিসহ সকল হত্যা,জুলুমের বিচারের জন্য আমি লড়ে যাব,শেষ পর্যন্ত,ইনশাল্লাহ। ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে শহীদ মোহনলাল আমাকে এটাই শিখিয়েছেন।

No comments: