Tuesday, August 21, 2012

আমাকে আসলে ভয় দেখিয়ে লাভ নেই,আমি কিন্তু এক সর্বহারা পাগল।


যদি তোর ডাক শুনে কেউ না আসে,তবে একলা চলো রে,তবে একলা চলো রে............। আর তাই সেই অতি ক্ষমতাবান হুলুদ সাংবাদিক(আসলে তিনি সাংবাদিক না,তিনি একজন সাংঘাতিক) শামিম খান ওরফে লাল মিয়া,
পিতাঃ জহির চোরা,গ্রামঃ কামারপাড়া(ঘড়িদারপাড়া),উপজেলাঃ ধামরাই,জেলাঃ ঢাকা- এর অব্যাহত নির্যাতন থেকে অসহায় এক হিন্দু জেলে পরিবারকে রক্ষা করতে যা কিছু করার দরকার হয়,আমি তাই করবো,ইনশাল্লাহ। ঠিক একইভাবে লড়াই করবো আমার ভাই সিলেট সরকারী মহিলা কলেজের শহীদ অধ্যাপক হারুন-অর-রশিদের খুনীদের শাস্তি নিশ্চিত করতে। আমাকে আসলে ভয় দেখিয়ে লাভ নেই,আমি কিন্তু এক সর্বহারা পাগল। আমার আসলে হারানোর কিছুই নেই। লতা নামের শ্যামলা রঙের এক মেয়েকে পাগলের মতো ভালোবাসতাম,সেই যেহেতু চলে গেছে দূরে,বহুদূরে..................।
 

No comments: