Saturday, August 4, 2012

আমি কেন দুর্নীতিবাজ হতে চাই !!!


আমি দুর্নীতিবাজ হতে চাই কেন - সেটা নিয়ে লেখা লিখছি। দয়া করে অপেক্ষা করেন, সবই জানতে পারবেন।

তবে এই লেখা যদি আমার শেষ লেখাও হয়, তাহলে বলছি- আমি না একসময় অনেক ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু কিছু কাপুরুষ দুর্নীতিবাজ, কিছু অন্ধকার জগতের লোক আমাকে আঘাত করছে। মিথ্যা মামলাও দিচ্ছে। আমার অপরাধ আমি আমার প্রতিবাদের ভাষাকে কারো কাছে ইজারা দিতে পারি নাই।

তাই এখন থেকে হিসাব আলাদা। দেখা যাক। আবার আগের ভালো লাইনে ফিরে আসবো কিছু খারাপ লোকদের শিক্ষা দিয়ে, ইনশাল্লাহ।

সব প্রিয় কমরেডদের হাবিবুল্লাহ মিজানের লাল সালাম প্রতিদিন, প্রতিক্ষণ। পাশে থাকবেন।

No comments: